গত বৃহস্পতিবার রাতে উপজেলার রাজারহাট ইউনিয়নের নাটুয়ামহল পোর্দ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃণালের আঘাতে প্রেমিকার বাবা ঘরে মধ্যে পড়ে যায় এবং সেখানেই স্টোক করেন। এ ঘটনায় দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে মোসলেহ উদ্দিনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনা ধামাচাপা দিতে মেয়ের পরিবার পরদিন মোসলেহ উদ্দিনের মরদেহ দাফনের ব্যবস্থা করেন। কিন্তু বিষয়টি এলাকাবাসী মরদেহ দাফনের দিন জেনে যায়।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। সুরতহালে লাশের ডান হাতে রক্ত এবং বুকে ও অন্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানান। পরে পুলিশ ওই ব্যক্তির মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা জানতে পারে পুলিশ। এরপর মৃণালকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিক মৃণাল কান্তির সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।