Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকার ধামরাইয়ে মেয়ে বিয়ের আসরেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন বাবা। শুক্রবার(২৭ ডিসেম্বর) রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের রামসকুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মো. আকরাম হোসেন (৭৪) ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
আকরাম হোসেনের বড় ছেলে মো. সারোয়ার মাহবুব সোহেল বরিশাল বিএম কলেজের প্রভাষক। ছোট ছেলে মো. রাসেল হোসেন উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশে রয়েছেন।
সর্বকনিষ্ঠ মেয়ে অনামিকা হোসেন স্মৃতির পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী শুক্রবার রাতে একই ইউনিয়নের জয়পুরার চরপাড়া গ্রামের আইনজীবী মো. হেলাল উদ্দিনের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়।
মেহমানদারি শেষে মেয়ের বিয়ের আসরে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকরাম হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতেই তার জানাজা শেষে তার লাশ সার্বজনীন কবরস্থানে সমাহিত করা হয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel