জুমবাংলা ডেস্ক : সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে সড়ক পরিবহন বিধিমালা- ২০২১ অনুযায়ী মোটরযান গতিসীমা নির্দেশিকা- ২০২৪ প্রণয়নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সড়ক সচিব এ বি এম আমিন উল্লা নুরীকে অভিনন্দন জানিয়েছে রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী ও সচিবের দপ্তরে শুভেচ্ছা জানানো হয়। এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোয়ালিশনের সবাইকে ধন্যবাদ জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, সড়কে রোডক্র্যাশ কমাতে ও অকাল মৃত্যু ঠেকাতে মোটরযানের গতিসীমা নির্দেশিকা ২০২৪ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় কোয়ালিশনের পক্ষে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিশচা)’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, ব্র্যাক রোড সেইফটি প্রোগ্রামের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, অ্যাডভোকেসি অফিসার তরিকুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেইফটির প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী চন্দন লাহেড়ি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক বজলুর রহমান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির রোড সেইফটি প্রোগ্রাম অফিসার শারাফাত ই আলম, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সিফাত ই রব্বানী ও আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।