বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাত্কার দিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। এখানে তাকে নিয়ে করা গুগলের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এমনকি তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ নিয়েও কথা বলেন এ বলি অভিনেত্রী।
বর্তমানে শ্রুতি অ্যামাজন প্রাইমের থ্রিলার সিরিজ ‘বেস্টসেলার’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বেশ ভালোভাবেই প্রস্তুত হয়ে ওটিটি প্লাটফর্মে কাজ করছেন তিনি। আর এতে তার সঙ্গে আরো কাজ করেছেন আরজান বাজওয়া, গওহর খান, মিঠুন চক্রবর্তী, সোনালি কুলকার্নির মতো তারকারা। গণমাধ্যমে দেয়া তার এ সাক্ষাত্কারে বেশ সাবলীলভাবেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রুতি হাসান। এখানে তাকে জিজ্ঞেস করা হয়, তার ব্যক্তিগত ফোন নম্বর কী। জবাবে হাস্যোজ্জ্বল শ্রুতি মজার ছলে বলেন, ‘আমি এর আগেও উত্তর দিয়েছি, আমার ফোন নম্বর হলো ১০০।’ এটি আসলে ভারতের পুলিশ হেল্প লাইন নম্বর।
শ্রুতিকে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও ওই সাক্ষাত্কারে জিজ্ঞেস করা হয়েছে। জবাবে শ্রুতি বলেন, ‘এ বিষয়ে তিনি মিথ্যা বলতে চান না এবং কখনো বলেন না।’ তিনি আরো বলেন, ‘আমি জানি এর পরে কী জিজ্ঞেস করা হবে। আমাকে এখনই আপনি জিজ্ঞেস করবেন শ্রুতি হাসানের বয়ফ্রেন্ড সান্তনু হাজারিকা কে?’ কমল হাসানের মেয়ে শ্রুতি বলেন, ‘আমি ইন্টারনেটে বিভিন্ন মজার তথ্য দেখেছি সান্তনু হাজারিকার বিষয়ে। এসব আমাকে বেশ মজা দেয় কখনো কখনো। এতে আমি উচ্চৈঃস্বরে হাসতে থাকি।’
মাধুরীর ‘এক দো তিন’ দেখে পয়সাবৃষ্টি!
শ্রুতি হাসানের মোট সম্পদ সম্পর্কেও কথা হয়। এর জবাবটা বেশ মজার আর বুদ্ধিদীপ্ত ছিল। শ্রুতি বলেন, ‘আমি ইন্টারনেটে এ বিষয়ে কোনো তথ্য দিইনি। আমার হয়ে কোনো তৃতীয় ব্যক্তি এর উত্তর দিয়েছেন। তবে হ্যাঁ, আমার যে সম্পদ আছে তার চেয়ে আরো বেশি আমার দরকার বলে আমি মনে করি।’
মুকুল অভ্যাঙ্কর শ্রুতির প্রথম ওয়েব সিরিজ বেস্টসেলার পরিচালনা করেছেন। মিতু মাথুর, একটি গ্রামীণ শহরের মেয়ে, যিনি বিখ্যাত ঔপন্যাসিক তাহির ওয়াজিরকে পছন্দ করেন। আর তার চরিত্রেই অভিনয় করেছেন শ্রুতি।
অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন ওয়েব সিরিজ বেস্টসেলার ভালোই সাড়া ফেলেছে। এটি একটি গ্রিটি সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ, যেখানে মানুষের মানসিকতা ও চিন্তার বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সিরিজটি অ্যামাজন প্রাইমে মুক্তি পায়।
শ্রুতির মা-বাবা দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত। তার বাবা কমল হাসান এবং মা সারিকা ঠাকুর। শ্রুতির পুরো নাম শ্রুতি রাজলক্ষ্মী হাসান, তিনি দক্ষিণ ভারতীয় সিনেমা ও বলিউডেও কাজ করেন। প্রথমে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন শ্রুতি। এরপর ২০০৯ সালে ইমরান খানের সঙ্গে লাক সিনেমা দিয়ে বলিউডে নায়িকা হিসেবে কাজ শুরু করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।