নিজেকে ‘ফিট’ দাবি করা মোদির এমন হোঁচট খাওয়ার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে কেউ কেউ ট্রলও করেছেন। এ ঘটনার কয়েকদিনের মধ্যেই সিঁড়ি পুনর্গঠনের খবর প্রকাশ হয়।
কানপুরের বিভাগীয় কমিশনার সুধির এম বোবদে বলেন, ‘সিঁড়ির একটি ধাপ উচ্চতার তুলনায় অসম। অন্য সিঁড়ির সঙ্গে সারিবদ্ধ করার জন্য এটি ভেঙে পুনর্গঠন করা হবে।’
তিনি বলেন, ‘আমি বিল্ডিং এজেন্সিকে সিঁড়িগুলো খুব তাড়াতাড়ি মেরামত করতে এবং সব সিঁড়ি একই উচ্চতার করতে বলব।’
এ ঘটনার সমালোচনা করে ভারতের জনপ্রিয় ছাত্রনেতা কানহাইইয়া কুমার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বিজেপি সরকার সবকিছুর বিপক্ষে প্রতিশোধ নেওয়ার মুডে রয়েছে। সম্প্রতি তিনি গঙ্গা পরিদর্শনে গিয়ে হোঁচট খাওয়ার পর সিঁড়ি ভেঙে দিতে বলেছেন। আপনি বলেন, যে প্রধানমন্ত্রী একটা সিঁড়ির সঙ্গে প্রতিশোধ নিতে পারেন তিনি বিরোধী জনগণের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।