বেনাপোল প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৬৫ মণ (২,৬০০ কেজি) রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৬০ কার্টুনের এ আমের চালানটি পাঠানো হয় বাংলাদেশি ঢাকা মেট্রো ডি-১২-৩৩২৩ নং কাভার্ডভ্যানে। ঢাকার রফতানিকারক প্রতিষ্ঠান এগ্রোভিশন প্রাইভেট লিমিটেডের মাধ্যেমে বেনাপোল নোম্যন্সল্যান্ডে আমের চালানটি আসে।
বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের নোম্যানস ল্যান্ডে কোলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. সামিউল কাদের প্রধানমন্ত্রীর উপহারের হাড়িভাঙ্গা আমবোঝাই ট্রাকটি বুঝে নেন।
বেনাপোল শুল্কভবনের উপ-কমিশনার অনুপম চাকমা বলেন, ভারতের কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারকে উপহারের ২ হাজার ৬০০ কেজি আম দেওয়া হয়েছে। সকালে উপহারের আমগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুরে ভারতে পাঠানো হয়।
বাংলাদেশের পক্ষে এ সময় নোম্যানস ল্যান্ডে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টমস হাউসের উপকমিশনার অনুপম চামকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মানুন কবির তরফদার, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান ও বিজিবির সদস্যরা।
ভারতের পক্ষে ছিলেন পেট্রাপোল কাস্টমসের জয়েন্ট কমিশনার অনিত জয়েন ও কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট প্রবীণ ঘটক। বিজিবি ও বিএসএফ সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।