জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে মোবাইল ক্রেতার এক লাথিতে মানিক চন্দ্র দাস নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
শনিবার রাতে রাণীশংকৈল পৌর শহরের রুস্তম মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত মানিক চন্দ্র উপজেলার দাসপাড়া এলাকার ঝড়ুয়া চন্দ্র দাসের ছেলে। তার ভাইয়ের ঐ এলাকায় মোবাইল ফোনের দোকান আছে।
আটকেরা হলেন- আনোয়ার হোসেন ও জিয়া।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন জানান, নিহতের ভাইয়ের মোবাইলের দোকান থেকে আনোয়ার একটি মোবাইল কেনেন। কিন্তু মোবাইলের ব্যাটারি ঠিকমতো চার্জ না হওয়ায় তিনি শনিবার রাতে তার দোকানে এসে বিষয়টি জানান। এ সময় দোকান মালিক তার চার্জার দিয়ে চার্জ দিলে মোবাইল চার্জ হতে থাকে। এনিয়ে দোকানদার ভূদেব ও ক্রেতা আনোয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়।
এসময় দোকান মালিকের বড় ভাই মানিক চন্দ্র্র দাস ঘটনাস্থলে এসে আনোয়ারকে শান্ত করার চেষ্টা করলে তিনি ক্ষিপ্ত হয়ে মানিক চন্দ্রকে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই পড়ে গিয়ে জ্ঞান হারান মানিক।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর রেফার্ড করেন। রংপুর নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই মারা যান মানিক চন্দ্র।
ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।