জুমবাংলা ডেস্ক : বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ছাত্রীর নাম অপর্ণা চক্রবর্তী। তিনি জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় হিমাংশু চক্রবর্তীর মেয়ে ও নার্সিং কলেজের ছাত্রী।
এ সব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন।
স্থানীয় ও আত্মীয় স্বজন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবসত বাড়ির ছাঁদ থেকে পড়ে যান অর্পিতা। তখন পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
বগুড়া সদর থানার ওসি জানান, মেয়েটির পায়ে সমস্যা ছিল। অসাবধানতাবসত তিনি পড়ে যান।
বেঁচে যাওয়া দুই টুকরো কমলা খাওয়ায় শিক্ষার্থীর পিঠে ৭ লাঠি ভাঙলেন শিক্ষক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।