মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফ্লিপ ফাইভজি উন্মোচন করবে নুবিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফ্লিপ ফাইভজি ডিভাইসের মাধ্যমে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবেশ করার ঘোষণা দিয়েছে নুবিয়া। ২৬ ফেব্রুয়ারি বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ ডিভাইসটি উন্মোচনের কথা।

সম্প্রতি উইবোতে দেয়া এক পোস্টের মাধ্যমে ফোল্ডেবল স্মার্টফোনটি উন্মোচনের বিষয়ে জানিয়েছে কোম্পানিটি। অফিশিয়াল এক পোস্টারের মাধ্যমে স্মার্টফোনটির ফিচার, ভার্টিক্যাল ফোল্ডিং ডিজাইন ও গোলাকার ডিসপ্লের বিষয়ে জানানো হয়েছে। সম্প্রতি উন্মোচন হওয়া জিটিই লিবরেও ফ্লিপের ডিজাইনের সঙ্গে এর মিল রয়েছে। প্রযুক্তি খাতসংশ্লিষ্টদের মতে, বিশ্ববাজারে হয়তো এ ডিভাইসের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে নুবিয়া ফ্লিপ ফাইভজি আনা হতে পারে।

লিবরেও ফ্লিপে ৬ দশমিক ৯ ইঞ্চির ফোল্ডেবল ওএলইডি ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ফুলএইচডিপ্লাস। সেকেন্ডারি হিসেবে এতে ১ দশমিক ৪৩ ইঞ্চির ৪৬৬X৪৬৬ পিক্সেল রেজল্যুশনের ডিসপ্লে দেয়া হয়েছে। প্রসেসর হিসেবে এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তবে এ ডিভাইসে এখনো অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১৩ ও জিটিই ইউআই ব্যবহার করা হচ্ছে। তবে প্রযুক্তিবিশারদদের আশা, নুবিয়া ফ্লিপ ফাইভজি ডিভাইসে প্রিইনস্টলড হিসেবে অ্যান্ড্রয়েড ১৪ থাকতে পারে।

লিবরেও ফ্লিপে বেশকিছু ইউনিক ফিচার রয়েছে। যার মধ্যে একটি হচ্ছে দুই স্ক্রিনেই মেন্যু আইটেম ব্যবহারের সুবিধা। বাইরে থাকা ডিসপ্লেকে ক্যামেরার মাধ্যমে সেলফি তোলা, হাঁটাচলার তথ্য সংরক্ষণ, আবহাওয়ার তথ্য ও মিউজিক প্লেব্যাকসহ বিভিন্ন কাজ করা যায়। ক্যামেরার দিক থেকে এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ১৬ মেগাপিক্সেলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ব্যাকআপের জন্য রয়েছে ৪ হাজার ৩১০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। নুবিয়া ফ্লিপ ফাইভজিতে অনুরূপ বৈশিষ্ট্য থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে আনুষ্ঠানিকভাবে কোম্পানি এখনো কিছু জানায়নি।