জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে মোবাইল ফোনের ছবি নেওয়ার জন্য ডেকে ষষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেপ্তারের করেছে পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী। তিনি জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে কালিয়াকৈর থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে সকালে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, এ সময় তাদের কাছ থেকে ধর্ষণের দৃশ্য ভিডিওসহ মোবাইল ফোনটি জব্দ করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।