মোরগের ভাড়া দিতে হলো সরকারি বাসে

আন্তর্জাতিক ডেস্ক : কাপড়ের মধ্যে মোরগ লুকিয়ে সরকারি বাসে উঠে পড়েছিলেন মোহাম্মদ আলি। টিকেট কেটে নির্ধারিত আসনে গিয়ে বসেন। কন্ডাক্টরের নজরে যেন মোরগটি না পড়ে, তাই সতর্কভাবেই বসেছিলেন তিনি। কিন্তু, শেষরক্ষা হলো না।

মোরগের ভাড়া

সংবাদমাধ্যম ইন্ডিয়াডটকম বলছে, বাস কিছু দূর এগোতেই নড়াচড়া শুরু হয়ে যায় মোরগের। সেটিকে শান্ত করতে ব্যর্থ হন আলি। কন্ডাক্টর দেখে ফেলেন কাপড়ের পুঁটলিতে মোরগ লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন আলি, যাতে ভাড়া দিতে না হয়।

সঙ্গে সঙ্গে কন্ডাক্টর মোরগের ‘ভাড়া’ হিসেবে ৩০ রুপি দিতে বলেন আলিকে। এ নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তর্ক হয় আলির। কন্ডাক্টরও নাছোড়বান্দা। শেষে ৩০ রুপি আদায় করেই ছাড়েন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গানা রাজ্যে। তেলঙ্গানা টুডে-কে গোদাবরীখানি বাস ডিপোর ম্যানেজার ভি ভেঙ্কটেশম জানিয়েছেন, করপোরেশনের নিয়ম অনুযায়ী, বাসে কোনো প্রাণী তোলা নিষিদ্ধ।

rooster_fined_inside

কন্ডাক্টরের দেখা উচিত ছিল—কেউ কোনো প্রাণী নিয়ে উঠছেন কি না। কিন্তু, এ ক্ষেত্রে তিনি নজর রাখতে ব্যর্থ হয়েছেন। তবে, মোরগের জন্য টিকিট কাটা উচিত হয়নি বলেও জানান ডিপোর ম্যানেজার।