দেশের ক্রিকেটে দুর্যোগের ঘনঘটা। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনায় ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে বহু দেনদরবার করেও সুরাহা হয়নি। ফলে এবার কুড়ি ওভারের বিশ্বকাপ খেলা হচ্ছে না টাইগারদের।

এমন দুঃসময়ে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে সুখবর দিয়েছে আইসিসি। টেস্ট বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে কাটার মাস্টারের। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টির বোলিং র্যাংকিয়ে একধাপ এগিয়েছেন মোস্তাফিজ।
অবশ্য আগে থেকেই টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ের সেরা দশে ছিলেন মুস্তাফিজ। নতুন হালনাগাদের আগে কাটার মাস্টারের অবস্থান ছিল আট নম্বরে। আর এক ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন সপ্তম স্থানে। বাংলাদেশি এই অভিজ্ঞ পেসারের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৬৬৫।
সেরা দশ র্যাঙ্কিংয়ে পরির্বতন এসেছে আরও তিনটি। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন আফগানিস্তানের ডানহাতি স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে র্যাংকিংয়ের নয় নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৫৬। এদিকে এক ধাপ এগিয়েছেন পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ। ৬৯১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন আবরার। আর নয় থেকে আট নম্বরে উঠে এসেছেন নাথান এলিস।
আরও পড়ুনঃ
বিশ্বের শীর্ষ ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকায় বিপিএলের অবস্থান
এদিকে র্যাংকিংয়ের সেরা চারে আসেনি কোনো পরিবর্তন। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা বোলারের বরুণ চক্রবর্তী। র্যাংকিংয়ের দুই নম্বরে আছেন রশিদ খান। তার রেটিং পয়েন্ট ৭৩৭। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭০২ রেটিং নিয়ে র্যাংকিংয়ের তিন নম্বরে অবস্থান করছেন। আর চারে রয়েছেন কিউই পেসার জ্যাকব ডাফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


