Advertisement
রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে আবারও দশতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। দখলদাররা দাবি করছেন, তারা নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করছেন এবং সাদিক এগ্রোর বিরুদ্ধে গত উচ্ছেদ অভিযান ছিল রাজনৈতিক প্রেক্ষাপটযুক্ত।
কাটাসুর মৌজার সাতমসজিদ হাউজিংয়ের খাস খতিয়ানে জমির দাগ নম্বর ১১৪১২, মোট জমির পরিমাণ ১ দশমিক ৯৫ একর। কিন্তু পুরো জমি রামচন্দ্রপুর খালের মধ্যে পড়ায় ২০২২ সালের ২৭ জুন ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালায়।
এবারও ৫৮০৩ ও ৪ দাগে দশতলা ভবন নির্মাণ শুরু হয়েছে, পাশের নির্মাণাধীন ১২ তলা ভবনের চারতলার কাজ ইতিমধ্যেই শেষ। ভবন অনুমোদনের আবেদন রাজউকে করা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ব্যক্তিমালিকানা ও সরকারি সম্পত্তি চিহ্নিত করতে যৌথ জরিপ চালানো হবে। চলতি বছরের তিন বছরেও সংস্থাটি অবৈধ দখলদারদের তালিকা করতে সক্ষম হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।