জুমবাংলা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচা বাজার কমিটির সভাপতি আবুল হোসেন ও তার ভাই মাহবুবকে গুলি করেছে দুর্বৃত্তরা। একজনের পায়ে আর অন্যজনের পিঠে গুলি লেগেছে। আহত অবস্থায় তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এমনটি হতে পারে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি বাজারে আসে। তারা বাজারের সভাপতি আবুল হোসেনের অফিসে যায়। সেখানে আলাপচারিতা করে তিনজন বের হয়ে যাওয়ার সময় আবুল হোসেন চিৎকার দিয়ে বলে তাকে পিস্তল ঠেকিয়েছে।
এরপর বাজারের লোকজন ওই তিন ব্যক্তিকে আটকানোর চেষ্টা করে। একপর্যায়ে সভাপতির ছোট ভাই মাহাবুব-সহ বাজারের লোকজন আটকাতে গেলে দুজনকেই গুলি করে দুর্বৃত্তরা। এ সময় আবুলের পায়ে ২ টি গুলি করে ও তার ভাই মাহবুবের পিঠে একটি গুলি করে। এরপর ২ রাউন্ড ফাকা গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
দুর্বৃত্তদের ফেলা যাওয়া মটরসাইকেলটি থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।