আন্তর্জাতিক ডেস্ক : মৌমাছির হামলায় তিন শিশুসহ অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন। শিশুদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে। রোববার ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায়। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, মৌমাছির হামলায় আহত সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শিশুগুলি গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানায়, ৪০ জনের একটি দল চন্দ্রগিরি থেকে থাঠিকোনা গুট্টায় যাচ্ছিলেন। পথের মাঝে একটি গাছে বিশাল মৌচাক দেখতে পান তারা। ওই দলেরই কয়েক জন মৌচাকে ঢিল ছোড়েন। তারপরই ঝাঁকে ঝাঁকে মৌমাছি ওই দল লক্ষ্য করে উড়ে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।