স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে শীর্ষে থেকেই বছর শেষ করার পরিকল্পনা বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচের। এ মৌসুমে ভিয়েনা ও লন্ডনে আরও দুটি টুর্নামেন্ট খেলার পরিকল্পনা রয়েছে এই সার্বিয়ান তারকার।
জোকোভিচ বলেছেন, আমি ভিয়েনায় খেলতে চাই, গত ১৫ বছর যাবত আমি এখানে খেলিনি। সে কারণে এখানে খেলতে পারলে আনন্দিত হব।
৩৩ বছর বয়সী সার্বিয়ান এই তারকা আরও বলেছেন, এ মৌসুমটা সবদিক থেকেই একেবারে আলাদা, অস্বস্তিকর ও একই সঙ্গে মনে রাখার মতো একটি মৌসুম। এ বছর আমি অনেক সাফল্য পেয়েছি। নিজের খেলা, পয়েন্ট, র্যাংকিং সবকিছু নিয়ে আমি সন্তুষ্ট। আশা করছি আগামী দেড় মাসে যখন মৌসুম শেষ হয়ে যাবে ওই সময় র্যাংকিংয়ের শীর্ষস্থানটা ধরে রাখতে পারব।
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি থেকে বিশ্ব র্যাংকিংযের শীর্ষে রয়েছেন জোকোভিচ। দ্বিতীয় অবস্থানে আছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।