Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে দেশটির ৬০ শতাংশ মানুষ অপছন্দ করেন বলে একটি জরিপে উঠে এসেছে।
শুধু ফরাসি প্রেসিডেন্টই নয়, ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্সেরও একই অবস্থা। অনলাইনের একটি জরিপে এ তথ্য প্রকাশ করা হয়। খবর ডেইলি সাবাহর।
ফেঞ্চ ইনস্টিটিউট অব পাবলিক ওপেনিয়ন নামে একটি সংস্থা এ জরিপ চালায়। ১৮ বছরের উর্ধ্বে ১ হাজার ৯৩৬ জনের ওপর এ জরিপ চালানো হয়।
জরীপ অনুসারে, করোনায় আক্রান্ত হয়ে কোয়ারিন্টাইনে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র্যোঁকে দেশটির ৬০ ভাগ মানুষ পছন্দ করে না বলে জানিয়েছেন।
আর ৫৯ শতাংশ মানুষ জানিয়েছেন তারা প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্সেও অপছন্দ করেন। গত বৃহস্পতিবার থেকে করোনায় আক্রান্ত ফরাসী প্রেসিডেন্ট।
জরীপের আরেক ফলাফলে দেখা গেছে, প্রতি ১০ জন ফরাসির মধ্যে ৭জনই বিশ্বাস করে না ম্যাক্রোঁকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।