ম্যাক ও পিসি’র জন্য ক্রোম ওএসের নতুন সংস্করণ আনার ঘোষণা দিল গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ‘ক্রোম ওএস’ অপারেটিং সিস্টেমের নতুন ‘ক্রোম ওএস ফ্লেক্স’ সংস্করণে ‘আর্লি অ্যাক্সেস’ দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। পুরনো সংস্করণের পিসি আর ম্যাক কম্পিউটারেও চলবে অপারেটিং সিস্টেমটি।

ক্রোম অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণ স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের কথা মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। গুগলের ব্লগ পোস্ট বলছে, “কয়েক মিনিটেই” ইনস্টল করা সম্ভব অপারেটিং সিস্টেমটি।

‘ক্রোম ওএস ফ্লেক্স’ দেখতে ও কাজে ‘ক্রোম ওএস’চালিত ক্রোমবুকের মতোই হবে বলে ভার্জকে জানিয়েছে গুগল। তবে, এর কিছু ফিচারের ব্যবহার উপযোগিতা হয়তো পিসি’র হার্ডওয়্যারের উপর নির্ভর করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রচলিত ‘ক্রোমবুক’ বা ‘ক্রোম ওএস’ এর সবগুলো ফিচারের প্রশ্নেই একই উত্তর দিয়েছে গুগল।

এর আগেও ভিন্ন নির্মাতার ডিভাইসে ক্রোম ওএসের কার্যক্ষমতা দেখিয়েছে গুগল। সম্প্রতি ‘নেভারওয়্যার’ নামের একটি প্রতিষ্ঠানও কিনেছে গুগল। ‘ক্লাউডরেডি’ নামের একটি অ্যাপ বিক্রি করতো প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে পুরনো পিসিকে ক্রোম অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটারে পরিবর্তন করা যেতো।

ওই ঘটনার পরপরই আর কোনো কোন ডিভাইসে ক্রোম ওএসের উপস্থিতি নজরে আসতে পারে, নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে সে বিষয়ে।

‘নেভারওয়্যার’ কেনার পর গুগল বলেছিল, “ক্রোম ওএসের নতুন সংস্করণে ক্লাউডরেডির সুবিধাগুলোর সমন্বয় করতে জোর দিয়ে কাজ করছি আমরা।” ক্রোমের নতুন সংস্করণ পুরনো পিসি ও ম্যাক কম্পিউটারে চলবে– এই ঘোষণা সেই পরিকল্পনারই প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

‘ক্রোম ওএস ফ্লেক্স’ সম্পর্কে আরো জানা যাবে ক্রোম এন্টারপ্রাইজ ওয়েবসাইট থেকে। তবে, এখনো প্রাথমিক পর্যায়ে আছে অপারেটিং সিস্টেমটি, তাই নানা বাগ জটিলতায় পড়তে হতে পারে ব্যবহারকারীকে।

মোবাইলে সব ধরনের এসএমএস নিয়ে যা জানাল বিটিআরসি

Previous Article

গুগলের ভুল ধরিয়ে পেলেন ৬৫ কোটি টাকা পুরস্কার

Next Article

শেষ বিদায়েও বাপ্পী লাহিড়ীর চোখে সানগ্লাস, গলায় চেইন!