স্পোর্টস ডেস্ক : আজ শনিবার হতে চলেছে আইপিএলের মহারণ। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং কলকাতা নাইট রাইডার্স KolkataKnightRiders (কেকেআর)। সেই ম্যাচের আগে কোন সত্যিটা কথাটা বললেন কেকেআরের নয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার –

1. শনিবার ১৫ তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
2. গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের লড়াইয়ের আগে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করলেন নয়া নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার।
3. চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে কেকেআরের তরফে কেট কাটা হয়। সেখানে মজা করেন নাইটরা।

4. সেখানেই শ্রেয়স বলেন, ‘আমি সত্যি মনে করি যে এই ঘরে আমাদের সবকিছু আছে। আমাদের (দলের) প্রতিভা আছে। আমাদের (দলের) দক্ষতা আছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা একটা পরিবার। যেটা আমি আগেও বলেছি। আমরা একসঙ্গে জিতব, একসঙ্গে লড়াই করব এবং একসঙ্গে শিখব। এই মুহূর্ত থেকে উপভোগ করা শুরু করি আমর।’
5. এবার আইপিএলের মেগা নিলামে শ্রেয়সকে ১২.২৫ কোটি টাকা দলে নিয়েছে কেকেআর। তাঁকেই অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।
https://inews.zoombangla.com/realme-new-gaming-smartphone/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



