Advertisement
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে হেরেছিল টাইগাররা। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল। এরই ফলে একম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ হেরে যায় টাইগাররা।
দলের তিন বিভাগের ব্যর্থতার ফলেই বার বার হেরে যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশের বোলিং ম্যাচ জেতানোর পক্ষে যথেস্ট ছিল না বলেই মনে করছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচশেষে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পিচে ৩০০ রান হওয়ার মত ছিল না। ২৬০ হলে ভালো সংগ্রহ হ। কিন্তু আমরা যেভাবে বোলিং করেছি তাতে ৩০০ রানও হয়তো যথেস্ট হত না। আমরা কঠোর শ্রম না করে সহজ রাস্তা খুঁজেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।