জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আনম নজরুল ইসলাম (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) সকালে তিনি রাজধানীর মোহাম্মদপুরের বাসায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই কর্নেল (অব.) এ আর এম জোয়াহেরুল ইসলাম। তিনি জানান, সাবেক এমপি অধ্যাপক আনম নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সকালে তার অবস্থার অবনতি হলে তিনি নিজ বাসায় মারা যান।
তিনি আরও বলেন, আনম নজরুল ইসলামের মরদেহ বাদ আসর ফুলবাড়িয়ার লাঙ্গল শিমুল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নজরুল ইসলাম তার পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জানা যায়, তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে শিক্ষকতা করায় অধ্যাপক আনম নজরুল ইসলাম হিসেবেই পরিচিত ছিলেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নজরুল সত্তরের দশকে বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন।
১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে ময়মনসিংয়ের ফুলবাড়িয়া-ত্রিশাল সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অ ন ম নজরুল ইসলাম।
স্বাধীনতার পরে ১৯৭৩ সালের প্রথম জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-১৬ (ফুলবাড়িয়া) থেকে ফের নির্বাচিত হন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।