নিহতরা হচ্ছে হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের আরিফুল ইসলাম (১৯) ও বাঘমারা গ্রামের সজীব আহমেদ (২০), নিশ্চিন্তপুর গ্রামের মিজান(১৮), সাকুয়াই গ্রামের শরীফ (১৯)।
পুলিশ জানায়, ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে আজ শুক্রবার বিকেল ৪টার দিকে হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস রঘুনাথপুর এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইযাত্রী মারা যান। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজন যাত্রী মারা যায়।
তিনি আরও বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।