Views: 38

জাতীয় বিভাগীয় সংবাদ ময়মনসিংহ সিলেট

ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ ভারী বর্ষণ হতে পারে

জুমবাংলা ডেস্ক: দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে, যশোর ও খুলনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো বাড়তে পারে। আগামী তিন দিনে আরো বাড়তে পারে তাপমাত্রা ।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যস্থানে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ ময়মনসিংহে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ও চুয়াডাঙায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, খেপুপাড়ায় ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, তাড়াশে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, সিলেটে ৪২ মিলিমিটার, কক্সবাজারে ১২ মিলিমিটার, শ্রীমঙ্গলে ২২ মিলিমিটার, পটুয়াখালীতে ১৬ মিলিমিটার, খুলনায় ১০ মিলিমিটার, ভোলায় ৮ মিলিমিটার।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৫ মিনিটে।

আরও পড়ুন

রাত পোহালেই যেসব ইউপিতে ভোট (তালিকা)

rony

ভেঙে পড়ল চারতলা ভবন

globalgeek

বয়সের কারণে বিএনপির মহাসচিবের মতিভ্রম ঘটেছে: তথ্যমন্ত্রী

rony

চুরির টাকায় বিদেশি বিড়াল-কুকুর পোষেন এই ‘সৌখিন চোর’

Shamim Reza

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা

mdhmajor

চাকরি হারিয়ে আবু ত্ব-হার ব্যাপারে মুখ খুললেন সেই বন্ধু সিয়াম

rony