জুমবাংলা ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- কিশোরগঞ্জের ভৈরবের আকলিমা আক্তার (৪৯), শেরপুর সদরের গেন্দাফুল (৩৫), জামালপুরের বকশিগঞ্জের রোকেয়া বেগম (৬০), ময়নসিংহের তারাকান্দার শাহিদা আক্তার (৩৮), সদরের নাসির উদ্দির (৬৫), তারা বালা সাহা (৮০), অপর্ণা গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০)।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের মুক্তাগাছার সোহরাব উদ্দিন ( ৬৫), মরিয়ম বেগম (৭০), ফলবাড়িয়ার পারভিন আক্তার ( ৩৫), আছিয়া বেগম (৪০), তারাকান্দার সুরুজ আলি (৪৮), সদরের আবদুর রশিদ (৬৫), জেসমিন রহমান (৬৩), সুনামগঞ্জের দিজেন্দ্র ( ৬৫), গাজীপুরের শ্রীপুরের শিল্পী আক্তার (৪০)।
করোনা ইউনিটে বর্তমানে ৪৩৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৬টি নমুনা পরীক্ষা করে ১০৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৭ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।