যত কোটির মালিক সুপারস্টার আল্লু অর্জুন

আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন। তবে তার ভক্ত শুধু দক্ষিণ ভারতের মানুষজন নন, পুরো ভারত জুড়ে আল্লু অর্জুনের ভক্ত। তার নতুন কোনও সিনেমা রিলিজ হলেই হলের সামনে লাগামছাড়া ভিড় আর দর্শকদের উন্মাদনা তৈরি হয়। আর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা মুক্তির পর আল্লু হয়ে উটেছে আন্তর্জাতিক তারকা। বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছেন তিনি।

আল্লু অর্জুন

আজকের এই আল্লু অর্জুনের সিনেমায় যাতা মাত্র ৩ বছর বয়সে। কিন্তু ২০০১ সালে ‘গঙ্গোত্রি’ সিনেমা দিয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হয়। এরপরই একের পর এক সিনেমা করে গেছেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বক্স অফিসে বেশ কিছু সুপারহিট সিনেমা রয়েছে আল্লু অর্জুনের ঝুলিতে। এই গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, আল্লু অর্জুনের নেট সম্পত্তির অর্থমূল্য ৪৭ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৪০৪ কোটি টাকার বেশি। দক্ষিণে তিনি অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। কী আছে আল্লু অর্জুনের?

ভ্যানিটি ভ্যান : কালো রং ভালোবাসেন আল্লু অর্জুন। তাঁর ভ্যানিটি ভ্যানের রং-ও কালো। পুরো ভ্যান কালো রঙের এবং সেখানে তাঁর নামের প্রথম দুই বর্ণ (এএ) আছে। ভ্যানিটি ভ্যানের ছবিও তিনি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। খবরে প্রকাশ, এই ভ্যানিটি ভ্যানের দাম সাত কোটি রুপির বেশি।

হায়দরাবাদের বাংলো : হায়দরাবাদে এই দক্ষিণী সুপারস্টারের একটি বিলাসবহুল বাংলো রয়েছে, যা ভ্যানিটি ভ্যানের একেবারে বিপরীত। মানে তাঁর বাড়ির রং পুরো সাদা। আছে সুইমিং পুল, জিম, হোম থিয়েটার আর বাচ্চাদের জন্য খেলার মাঠ। খবরে প্রকাশ, এই বাড়ির দাম ১০০ কোটি রুপি।

আলিয়ার পরনে ঢাকাই জামদানি

গাড়ি : আল্লু অর্জুন গাড়ি পছন্দ করেন। রয়েছে দামি গাড়ির সংগ্রহ। তিনি হামার এইচটুর মালিক, যার দাম ৭৫ লাখ রুপি। আল্লুর রয়েছে একটি রেঞ্জ রোভার ভোগ ব্র্যান্ডের গাড়ি, যার দাম প্রায় আড়াই কোটি রুপি। এ ছাড়া আল্লুর রয়েছে মার্সিডিস ২০০ সিডিআই, যার দাম ৩১ লাখ রুপি।