জুমবাংলা ডেস্ক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা পজিটিভ এসেছে। এতে দেখা গেছে, প্রতি চারজনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (৪ জুন) যবিপ্রবি জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা টেস্টের ফলাফলে যশোরের ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের, মাগুরার ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের ও নড়াইলের ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের নমুনাতে করোনা পজিটিভ পাওয়া গেছে।
পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।