Views: 21

বিভাগীয় সংবাদ

যমুনায় ইঞ্জিনচালিত নৌকাডুবি, শিশুর লাশ উদ্ধার

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে দুইজন।

উদ্ধারকৃত শিশুর নাম তানিয়া (৪)। সে শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে খাষকাউলিয়া ইউনিয়ের জোতপাড়া নৌকা ঘাট থেকে কাঠাঁল বোঝাই একটি ইঞ্জিন নৌকা ১৫জন যাত্রী নিয়ে শাহজাদপুরের বানতিয়ার এলাকায় রওনা হয়। নৌকাটি দেড় কিলোমিটার দূরের চৌহালীর জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে তলিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এসময় শিশু তানিয়ার মরদেহ উদ্ধার করা গেলেও তার ছোট বোনসহ আরও একজন নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

২৫ বছর বয়সে তিন বিয়ে, বউয়ের সঙ্গে অভিমানে আত্মহত্যা

rony

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

azad

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়ালো

azad

নৌকার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিলেন এমপি জাফর

Saiful Islam

৫০০ বছরের শাহী মসজিদের দেয়ালে আঁকা আম

Saiful Islam

ব্যবসায়ী হত্যার ঘটনায় গাইবান্ধা থানার ওসি বদলি

Saiful Islam