যশোরে পৃথক দুটি ঘটনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে হাকিম সরদার এবং কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে শামিম হোসেন (২৫)। শামিম হোসেন বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ছয় নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাকিম সরদার বুধবার সকালে বৃষ্টির মধ্যে নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
অন্যদিকে, কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের আমতলা এলাকায় শামিম হোসেন মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। আহত অবস্থায় তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথে তিনি মারা যান।
স্থানীয়রা জানিয়েছেন, শামিম দীর্ঘদিন ধরে মাছে ঘেরে কাজ করতেন। বুধবারের বজ্রপাতে দুজনের মৃত্যু এলাকায় শোক ছড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।