Advertisement
যশোরে বিজিবির অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ উত্তম হালদার (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে কোতয়ালী থানার বাউলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে মদগুলো আনা হচ্ছিল। আটককৃতকে মামলা দায়েরের পর যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দুর্গাপূজা সামনে রেখে ভারত থেকে মাদক পাচার বেড়েছে। এ কারণে বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করেছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।