যশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর প্রাণহানি

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর প্রাণহানি

জুমবাংলা ডেস্ক : যশোর ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর প্রাণহানি
প্রতীকী ছবি

মৃতরা হলেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছা গ্রামের বুলু মিয়া (৪০) ও চৌগাছার সৈয়দপুর কোদালিপুর এলাকার হয়রত আলী (৩৫)। হয়রত আলী পেশায় ভাড়ায় মোটরসাইকেলচালক ও বুলু মিয়া ব্যবসায়ী।

জানা যায়, যশোর শহর থেকে কাজ শেষ করে বুলু মিয়া ও হয়রত আলী মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে যশোর ক্যান্টনমেন্ট শানতলা পেপসি কোম্পানি নামক স্থানে তারা দুর্ঘটনায় কবলিত হন। তবে কি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে সেটি পুলিশ চূড়ান্ত করতে পারেনি। এলাকাবাসী সড়কের পাশের দুর্ঘটনাকবলিত গাড়ি ও ঘটনাস্থলেই দুজনকে মৃত এসে দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, কীসের সঙ্গে ওই দুই মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় কবলিত হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বডি শেমিংয়ের পর ওজন কমালেন অভিনেত্রী দীঘি