যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলায় আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) কাভার্ডভ্যানের ধাক্কায় নয়ন হোসেন মোল্যা (৫২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বেলা ১১টার দিকে সদর উপজেলার হুদোরাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মোল্যা যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার পুত্র জাফর মোল্যা (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে নয়ন মোল্যা ও তার ছেলে জাফর মোটরসাইকেল যোগে খাজুরা এলাকা থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা হুদোরাজাপুর এলাকায় পৌঁছেলে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে নয়ন মোল্যা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন নয়ন নিহত মোল্যার পুত্র জাফর মোল্যা। তাকে প্রথমে যশোর ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার্থে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত নয়ন হোসেন মোল্যার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।