বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ডিফারেন্সিয়াল প্রাইভেসির মাধ্যমে ডাটা কার্যক্রম পরিচালনায় নতুন টুল তৈরি করেছে গুগল। পাইথন ডেভেলপারদের জন্য ওপেনমাইন্ডের সঙ্গে নতুন টুলটি তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার মাউন্টভিউভিত্তিক সার্চ ইঞ্জিন জায়ান্ট। খবর গ্যাজেটস নাউ।
গুগল জানায়, নিরাপত্তাসংক্রান্ত ফ্রি অবকাঠামোটি ব্যবহারের মাধ্যমে গবেষক, বিভিন্ন দেশের সরকার, অলাভজনক প্রতিষ্ঠান, ব্যবসায়িক ও অন্যান্য প্রতিষ্ঠানের লাখ লাখ ডেভেলপারকে সহায়তা করবে। জেডিনেটের তথ্যানুযায়ী, এ টুলের মাধ্যমে নির্দিষ্ট কারো তথ্য প্রকাশ ব্যতিরেকেই ডেভেলপাররা ডিফারেন্সিয়াল প্রাইভেসির জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি ও বাজারজাত করতে পারবেন।
২০১৯ সাল থেকে গুগল ডিফারেন্সিয়াল প্রাইভেসি নিয়ে কাজ শুরু করে এবং উল্লেখযোগ্য হারে এ খাতে কাজ করার আগ্রহ বাড়তে থাকে। এ পর্যায়ে পাইথনের জন্য আলাদা ডিফারেন্সিয়াল প্রাইভেসি পণ্য তৈরির আবেদন আসতে থাকে। ওপেনমাইন্ডের সঙ্গে গুগল যে কাজ করেছে, সেখানে তৃতীয় পক্ষের কোনো বিশেষজ্ঞ যদি ডিফারেন্সিয়াল প্রাইভেসি প্রযুক্তি নিয়ে কাজ শিখতে চায় তাহলে তাকে সে সুবিধা দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।