Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home যানজটের ঢাকায় বৃষ্টি আতঙ্ক
জাতীয় মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার স্লাইডার

যানজটের ঢাকায় বৃষ্টি আতঙ্ক

জুমবাংলা নিউজ ডেস্কSeptember 14, 2019Updated:September 14, 20193 Mins Read
Advertisement

সমীর কুমার দে, ডয়চে ভেলে: ভাদ্রের একেবারে বিদায়লগ্নে শুক্রবার সারাদিনে মাত্র ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়৷ এতেই কাঁদাপানির সঙ্গে যানজট মিলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ৷

ফাইল ছবি

ঢাকায় কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়, এ প্রশ্নে পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘মেট্রোরেলের কারণে খোড়াখুড়ি হচ্ছে৷ এতে তো দুর্ভোগ বাড়ছে, কিন্তু ড্রেনগুলো যাদের পরিস্কার রাখার কথা তারা কি সেটা করছেন? আমার জবাব না৷ কারণ এখানে দুর্নীতি নিয়ন্ত্রণহীন৷ যাদের কাজ করার কথা, তারা সেটা না করেই বিল তুলে নিচ্ছেন৷ এগুলো দেখভালেরও যেন কেউ নেই৷”

তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান এমন ঢালাও মন্তব্যের সঙ্গে একমত নন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘রাজধানী কেন্দ্রিক মাত্র ৪০০ কিলোমিটার খালের দেখাশোনা করে ওয়াসা৷ আর তিন হাজার কিলোমিটার খালের দেখাশোনার দায়িত্ব সিটি কর্পোরেশনের৷ ওয়াসা নিজের কাজটি ঠিকভাবেই করছে৷”

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ১৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়৷ আর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১৮ মিলিমিটার৷ অল্প বৃষ্টিতেই দুর্ভোগ পিছু ছাড়েনি৷ যদিও ছুটির দিন হওয়ায় রাস্তায় বের হওয়া মানুষের সংখ্যা ছিল তুলনামূলক কম৷ তারপরেও অনেক জায়গায় জলজট আর যানজট মিলে একাকার হয়ে গেছে৷

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, মৌসুমি বায়ুর কারণে এখন দেশজুড়ে বৃষ্টি হচ্ছে৷ শনিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে৷ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ি, মৌসুমি বায়ু ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে বিস্তৃত হয়েছে৷ এই বায়ুর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত৷

নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘চাইলেই এই দুর্ভোগ কমানো সম্ভব কিন্তু সেই কাজটি করবে কে? মেট্রোরেল হচ্ছে, ভালো কথা৷ কিন্তু তাদের সঙ্গে চুক্তি আছে, সেখানে স্পষ্ট বলা আছে, মেট্রোরেলের পাশের রাস্তাটি সব সময় সংস্কার করে ভালো রাখতে হবে৷ প্রয়োজনে পাশ দিয়ে বিকল্প ড্রেন নির্মাণ করতে হবে৷ রাস্তা সংকুচিত হওয়ার কারণে যে দুর্ভোগ হওয়ার কথা সেটা মানুষ মেনে নেবে৷ কিন্তু ওই সংকুচিত রাস্তা কেন ভাঙাচোড়া থাকবে? সেটা তো এমন থাকার কথা না৷ আমি বহুবার দুই মেয়রের কাছে দৌঁড়েছি, শেষ পর্যন্ত উত্তরের মেয়রকে দিয়ে একটি কমিটি করাতে সমর্থ হয়েছি৷ কিন্তু মেট্রোরেল কর্তৃপক্ষ সেই কমিটির কথাও শোনে না৷ তাহলে তাদের বিল কেন দেওয়া হচ্ছে? এমনকি শীতকালে রাস্তায় পানি দেওয়ার জন্য আমাদের উচ্চ আদালতে যেতে হয়েছে৷”

এই অবস্থা থেকে পরিত্রাণের পথ কি, সেই প্রশ্নে মোবাশ্বের বলেন, ‘‘অবশ্যই পথ আছে৷ আমাদের সরকার তো তাদের টাকা দিচ্ছে৷ কিন্তু আমরা সেবা পাচ্ছি না৷ আমি বলব, বিল আটকে দিন, মানুষের দুর্ভোগ কমে যাবে৷ যে কাজগুলো তাদের করার কথা, সেগুলো তারা করবেন৷ না হলে আমাদের এর মধ্যেই চলতে হবে৷ আমাদের পাশের দেশ ভারতে যান, সেখানে পাতাল রেল, মেট্রোরেল একসঙ্গে হচ্ছে, কিন্তু সেখানকার মানুষ কি আমাদের মতো দুর্ভোগ পোহাচ্ছে? একেবারেই না৷ তাহলে আমরা পারব না কেন?”

ম. ইনামুল হক বলেন, ‘‘মেট্রোরেল হবে, একটা না, প্রয়োজনে তিনটা হবে কিন্তু মানুষ এত দুর্ভোগে পড়বে কেন? সেটা সরকারকে নিশ্চিত করতে হবে৷ আমরা সেটা পারছি না৷ এর প্রধান কারণ দুর্নীতি৷ এটা এতই নিয়ন্ত্রণহীণ হয়ে পড়েছে যে, আমরা সবাই অসহায় হয়ে গেছি৷” সূত্র: ডয়চে ভেলে

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
হাইকমিশনার প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

December 14, 2025
Osman

ওসমান হাদিকে নিয়ে ‘দুঃসংবাদ’ দিলো মেডিকেল বোর্ড

December 14, 2025
ডিএমপি

ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি

December 14, 2025
Latest News
হাইকমিশনার প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

Osman

ওসমান হাদিকে নিয়ে ‘দুঃসংবাদ’ দিলো মেডিকেল বোর্ড

ডিএমপি

ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি

ডিএমপি

ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

হাদি গুলিবিদ্ধ

হাদি গুলিবিদ্ধ : ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ এনবিআরের

সেনা সদস্য জাহাঙ্গীরে

নিহত সেনা সদস্য জাহাঙ্গীরের গ্রামের বাড়িতে শোকের মাতম

ওসমান হাদি

ওসমান হাদিকে নিয়ে ‘দুঃসংবাদ’ দিল মেডিকেল বোর্ড

Nahid

নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে : নাহিদ

হাদি

ভারত থেকে হুমকি দেওয়া হচ্ছে হাদির চিকিৎসকদের

রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়ার ঘোষণা সরকারের

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.