Advertisement
জুমবাংলা ডেস্ক : মহামারী করোনাভাইরাস সংক্রমণে আর্থিক ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজের সুবিধা নিয়ে উপকারভোগীরা স্বল্প সুদে ঋণ নিতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংক এরমধ্যেই যারা এই ঋণের আওতায় আসবে না তাদের তালিকা প্রকাশ করেছে।
যারা আগে কোন ঋণ নিয়ে পরিশোধ করেননি অর্থাৎ ঋণখেলাপি তারা এই প্রণোদনার ঋণ পাবেন না। এছাড়া যারা আগে তিনবারের বেশি ঋণ পুনঃতফসিল করেছেন তারাও এই প্যাকেজের ঋণের আওতাধীন নয়।
রবিবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৩০ হাজার কোটি টাকার চলতি মূলধন তহবিলের এই নীতিমালা জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক আরো বলা হয়েছে, প্রণোদনার এই ঋণের মেয়াদ তিন বছরের জন্য হবে। কিন্তু প্রথম বছর সরকার সুদ হিসাবে সাড়ে ৪ শতাংশ বা অর্ধেক বহন করবে। ব্যাংকের নিজ নিজ তহবিল থেকে ঋণ নীতিমালা মেনেই এ ঋণ দেবে ব্যাংকগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



