বিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টার সালমান খানের (Salman Khan) সঙ্গে সঙ্গীতা বিজলানি থেকে শুরু, তারপর ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফসহ কত নায়িকার নাম যে জড়িয়েছে। কিন্তু সেই পর্যন্তই, বিয়ে অবধি আর গড়ায়নি কোনো সম্পর্কই।

বলিউডের সবচেয়ে ‘কাঙ্ক্ষিত ব্যাচেলর’ হিসেবে পরিচিত সালমানের প্রতিটি জন্মদিন এলেই বিয়ের প্রশ্নটি আবার নতুন করে ওঠে।
সোমবার সালমানের ৫৬ বছর পূর্ণ করার দিনেও ভারতের গণমাধ্যমে আবার উঠে এল, তিনি বিয়ে করছেন না কেন?
সালমান নিজেও এমন প্রশ্নের মুখে পড়েছেন বহুবার। কিন্তু মনের কথা খোলসা করেননি। দ্দক্স ত৫ভ
তবে কয়েক বছর আগে রিয়্যালিটি শো বিগ বসে তিনি এই প্রশ্নের যে উত্তর দিয়েছিলেন, জন্মদিনে সেটাই মনে করিয়ে দিল টাইমস অব ইন্ডিয়া।
বিগ বসের সেই আসরে অতিথি হয়ে এসেছিলেন রেখা, যাকে চিরসবুজ অভিনেত্রী হিসেবেই দেখা হয় বলিউডে।
রেখা, যাকে বলা হয় চিরআবেদনময়ী
তখন সালমান খান বলেছিলেন, রেখার জন্যই বিয়েটা আর করা হয়নি তার।
গত শতকের ৮০ এর দশকে বলিউডে নায়ক হিসেবে পথচলা শুরু করলেও বাবার সূত্রে বলিউডে সালমানের চেনাজানা ছোট্টবেলাতেই।
তার বাবা সেলিম খান ছিলেন খ্যাতিমান চিত্রনাট্যকার, গীতিকার। একসময় বলিউডে সেলিম-জাভেদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সেই জাভেদ হলেন জাভেদ আখতার।
সালমান জানান, যখন তিনি কিশোর ছিলেন, তখন নায়িকা রেখা ছিলেন তাদের প্রতিবেশী।
রেখাকে তখন ভয় পেলেও তার প্রাতঃভ্রমণে যাওয়ার দৃশ্যটি দেখতে প্রতিদিন ভোর সাড়ে ৫টায় ঘুম থেকে উঠতেন বলে জানান সালমান।
তিনি আরও বলেন, রেখার ইয়োগা ক্লাসেও যোগ দিয়েছিলেন তিনি। বাড়ির সবাইকে বলতেনও যে বড় হয়ে রেখাকেই বিয়ে করতে চান তিনি।
ওই শোতে মজা করেই সালমান বলেছিলেন, রেখার কারণেই তিনি এখনও বিয়ে করেননি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel