বিনোদন ডেস্ক: বাংলা বিনোদন জগতের অন্যতম একজন পরিচিত অভিনেত্রী হলেন মৌসুমী সাহা (Mousumi Saha)। বাংলা সিরিয়াল তো বটেই পাশাপাশি তিনি অভিনয় করেছেন একাধিক সিনেমাতেও। দীর্ঘ ৩২বছরের অভিনয় জীবন তার। শুরুটা হয়েছিল ১৯৯০ সালে তরুণ মজুমদারের সিনেমা ‘আপন আমার আপন’-এর হাত ধরে। এরপর মাঝে ৭ বছরের বিরতি নিয়েছিলেন তিনি। সেই সময়টায় নাকি চুটিয়ে অভিনয় করেছিলেন থিয়েটারে।
বাংলার কালজয়ী ধারাবাহিক ‘জন্মভূমি’র হাত ধরে প্রথম তিনি পা রাখেন ছোটপর্দায়। এই ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন জমিদারের ছোটগিন্নির চরিত্রে। ‘জন্মভূমি’তে তিনি প্রায় ১৪০০টা এপিসোড-এ অভিনয় করেছিলেন। তবে অভিনয় করলেও বরাবরই কিন্তু নিজের সংসারের রাশটা নিজের হাতেই শক্ত করে ধরে রেখেছিলেন অভিনেত্রী।
বেশিরভাগ ধারাবাহিকেই অভিনেত্রীকে দেখা যায় নায়ক নায়িকার মায়ের চরিত্রে। সিরিয়াল হোক কিংবা সিনেমা সবেতেই নায়ক নায়িকার মায়ের চরিত্রে একেবারে পারফেক্ট মৌসুমী সাহা। প্রসঙ্গত ইন্ডাস্ট্রিতে তার সম্পর্কে একটা প্রচলিত মিথ (Myth) আছে। তার হাতে যে নবাগতা অভিনেতা অভিনেত্রী চড় (slap) খেয়েছেন পরবর্তীতে তিনি সুপারস্টার হবেনই।
এপ্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন ‘প্রেমের কাহিনি’ সিনেমায় অভিনেতা দেবের (Dev) মা হয়েছিলেন তিনি। এই সিনেমায় অভিনেত্রীর হাতে সত্যি কারের চড় খেয়ে এক শটেই সিন ওকে হয়েছিল দেবের। তারপর তো বাকিটা সকলেরই জানা। একই ঘটনা হয়েছিল অভিনেতা অঙ্কুশ হাজরার ক্ষেত্রেও।
প্রসঙ্গত কিছুদিন আগেই টিভির পর্দায় শেষ হয়েছে মৌসুমী অভিনীত জনপ্রিয় সিরিয়াল ‘গঙ্গারাম’ (Ganga Ram)। এই ধারাবাহিকে তিনি নায়ক গঙ্গারামের মা হয়েছিলেন। এছাড়া তিনি স্টার জলসারই আরো একটি ধারাবাহিক ‘খেলাঘর’-এ অভিনয় করছেন। তবে জানা আছে শুধু খেলাঘর নয়, স্টার জলসার পর্দায় সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক মাধবীলতাতেও নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।