আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারে মুসল্লিদের সচেতন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় মদিনা মসজিদ। ব্লাকবর্নের ওক স্ট্রিটে অবস্থিত মসজিদটি মুসল্লিদের বিপজ্জনক ড্রাইভিংয়ের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছে। এ লক্ষ্যে ‘ল্যাঙ্কাশায়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের’ একটি দল মদিনা মসজিদ পরিদর্শন করেছে। তারা মুসল্লি ও যুবকদের সঙ্গে কথা বলেছে।
এ ছাড়া মসজিদের সামনে বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে বিধ্বস্ত একটি গাড়ি মসজিদের সামনে প্রদর্শন করা হয়। সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এক বিশেষ আলোচনা সভায় মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে।
মদিনা মসজিদের মুখপাত্র বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল তারা ঘরে, পথে এবং ভ্রমণের সময় কিভাবে নিজেদের ও সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তা আলোচনার মাধ্যমে তুলে ধরা। শিশুদের জন্য এটি একটি চমৎকার ও আকর্ষণীয় আলোচনা ছিল।
তারা ফায়ার সার্ভিস দলের প্রতি কৃতজ্ঞ। ফায়ার সার্ভিসের কর্মীরা ‘অ্যালাইভ টু ড্রাইভ’ প্রচার অভিযানের অংশ হিসেবে মসজিদে এসেছিল। এই প্রচার অভিযানের উদ্দেশ্য ল্যাঙ্কাশায়ার রাস্তায় নিরাপদ চলাচল ও ড্রাইভিং নিশ্চিত করা এবং এ বিষয়ে জনসাধারণকে শিক্ষিত করে তোলা।
সূত্র : ল্যাঙ্কাশায়ার টেলিগ্রাফ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।