Advertisement
স্পোর্টস ডেস্ক: কাঁধে চোট পাওয়া ইংলিশ পেসার হ্যারি গার্নির পরিবর্তে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য যুক্তরাষ্ট্রের ২৯ বছর বয়সী পেসার আলী খানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলবেন আলী। ২ দিন আগে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) জিতেছেন তিনি।
সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ফাইনালে ৩.১ ওভারে ২৫ রান খরচ করে ২ উইকেট নেন আলী। আসরে ৮ ম্যাচে ৭.৪৩ ইকোনোমি রেটে তার শিকার ৮ উইকেট। ত্রিনবাগোও অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড চতুর্থতম সিপিএল শিরোপা ঘরে তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।