আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৯ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা কথা জানানো হয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোতে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এদিকে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতার দিকে ইঙ্গিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ‘দুর্ভাগ্যজনক ও পক্ষপাতদুষ্ট’ এবং ‘সামরিক অসামঞ্জস্যতা জোরদার করার লক্ষ্যে’ আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারের হুমকির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের অন্যতম সংস্থা হচ্ছে দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স (এনডিসি)। এটি ইসলামাবাদে অবস্থিত। এ ছাড়া রয়েছে আক্তার অ্যান্ড সনস প্রাইভেট লিমিটেড। করাচিতে অবস্থিত প্রতিষ্ঠানটি এনডিসির দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন রসদ সরবরাহ করে।
তৃতীয় সংস্থাটি হলো অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল। এটির অবস্থানও করাচিতে। এই প্রতিষ্ঠানও এনডিসিতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া পাকিস্তানের আরেকটি প্রতিষ্ঠান হলো রকসাইড এন্টারপ্রাইজ। করাচিতে অবস্থিত এই প্রতিষ্ঠানও এনডিসিতে রসদ সরবরাহ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।