
ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ার থেকে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিওর মেয়ে চিয়ারা ডিব্লাসিও কে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক টাইমের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে লোয়ার ম্যানহাটনের ১২তম স্ট্রিট এবং ব্রডওয়ে থেকে চিয়ারা ডি ব্লাসিওকে আটক করা হয়েছিল। পুলিশের নির্দেশনা অমান্য করে সেখানে বিক্ষোভ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথামিকভাবে পুলিশ জানতো না যে চিয়ারা ডি ব্লাসিও নিউ ইয়র্ক শহরের মেয়রের কন্যা। শুধু নিউইয়র্ক থেকেই ৭৩০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
গত সোমবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। এক প্রত্যক্ষদর্শীর তোলা ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’
বিক্ষোভের কারণে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। আর এতে করোনাভাইরাস সংক্রমণের মারাত্মক ঝুঁকিতে রয়েছে দেশটি। এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের জন্য ভয়াবহ বিপর্যয় মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



