আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ৪ হাজার মানুষ। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের জরিপ থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে রেকর্ড সংখ্যক ২ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৪ হাজার করোনা রোগীর মৃত্যু
ফাইজারের পর মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে দেশটিতে, তারপরও করোনায় আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যায় আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর ফলে গভীয় চিন্তায় পড়েছে মার্কিন প্রশাসন।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১ লাখ ৩১ হাজার করোনা রোগী। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ মানুষ এবং মারা গেছেন ৩ লাখ ৬৮ হাজার মানুষ।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool