আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় প্রায় পাঁচ লাখ লোক মারা গেছে। দেশটিতে লাখ লাখ লোককে করোনার টিকা দেয়ার মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে আশার আলো দেখা দেয়ার মধ্যেই রোববার মৃতের এ সংখ্যার খবর এলো।
করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বাড়বে বলেই আশংকা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাসে ছয় লাখ লোক মারা যেতে পারে।