আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা নব্বই হাজারের কাছাকাছি চলে এসেছে। একদিনে ১৬’শ ছাড়ানো মৃত্যু নিয়ে এরই মধ্যে সংখ্যাটি ৮৭ হাজার ছাড়িয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
কোভিড-১৯ নিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিসংখ্যানে জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১,৬৮০ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৪৯৩ জন!
চব্বিশ ঘণ্টায় আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে আরও ২৬ হাজার। তাতে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৯২৪ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার।
আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে আছে বিশ্ব ক্ষমতার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাশিয়া। দুই লাখ ৬২ হাজার ছাড়িয়েছে।
মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানই যুক্তরাজ্যের, ৩৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি, ২ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে।
ইতালি ৩১ হাজার ৬০০ ছাড়ানো মৃত্যু নিয়ে আছে তৃতীয়স্থানে, আক্রান্তের তালিকায় আছে চতুর্থস্থানে ২ লাখ ২৩ হাজার।
মৃত্যুর তালিকায় স্পেনকে টপকে চতুর্থস্থানে উঠে এসেছে ফ্রান্স, সাড়ে ২৭ হাজার; আক্রান্তের তালিকায় সপ্তমস্থানে আছে দেশটি। মৃত্যুর তালিকায় স্পেনের অবস্থান এখন পঞ্চমস্থানে, ২৭ হাজার ৪০০।
করোনাভাইরাসের হটস্পটে পরিণত হওয়া ব্রাজিলে আক্রান্ত-মৃত্যু উভয়ই তালিকায় আছে ষষ্ঠস্থানে। আক্রান্ত ছাড়িয়েছে ২ লাখ ১৮ হাজার; মৃত্যু ১৫ হাজার ছুঁই ছুঁই।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে আক্রান্ত ৮৫ হাজার ছাড়িয়েছে, মৃত্যু দাঁড়িয়েছে ২,৭৫৩ জন।
শুক্রবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ২০ হাজার ৬৫ জন, মৃত্যু ২৯৮ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।