আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বয়ে যাচ্ছে ভয়াবহ তুষার ঝড়। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এ অঞ্চলে রেকর্ড পর্যায়ে নিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এদিকে ক্যালিফোর্নিয়ায় টর্নেডোয় তিনজনের প্রাণহানি হয়েছে। খবর সিএনএন এবং এনবিসি নিউজ’র।
খবরে জানা গেছে, টেক্সাস, কেন্টাকি ও মিজৌরিতে ঝড়ে এ পর্যন্ত ২৬ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে। এনবিসি নিউজের খবরে বলা হয়, সবচেয়ে পর্যুদস্ত অবস্থা টেক্সাসে। সেখানে তাপ উৎপাদনকারী একটি গাড়ি থেকে কার্বন মনো-অক্সাইড নির্গত হয়ে একজন নারী ও একজন কিশোরী মারা গেছেন। এছাড়া ঝড়ের কারণে টেক্সাসের রাজধানী শহর অস্টিনের তাপমাত্রা আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্কোরেজের চেয়েও নিচে নেমে এসেছে।