আন্তর্জাতিক ডেস্ক: ভারমন্ট অঙ্গরাজ্যের ভোট কেন্দ্রগুলো খুলে দেয়ার মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর পার্সটুডে’র।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন, এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫ আসনেরও ভাগ্য নির্ধারিত হবে।
আনুষ্ঠানিকভাবে আজ ভোটগ্রহণ শুরু হলেও এরইমধ্যে নয় কোটি ৬০ লাখ ভোটার ডাকযোগে বা স্বশরীরে উপস্থিত হয়ে আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই সংখ্যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বমোট যে ভোট পড়েছিল তার প্রায় ৭০ শতাংশ।
সর্বশেষ ভোটার জরিপের ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৫২ পয়েন্ট পেয়ে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (৪৪ পয়েন্ট) চেয়ে এগিয়ে রয়েছেন। মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুধবার থেকে ভোট গণনা শুরু হবে।
এবারের নির্বাচনে কারচুপি হতে পারে বলে উভয় প্রার্থী আশঙ্কা প্রকাশ করেছেন। এর অর্থ হচ্ছে, নির্বাচনে হেরে গেলে কেউ সে ফলাফল মেনে নেবেন না। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র জুড়ে পরাজিত প্রার্থীর সমর্থকদের পক্ষ থেকে ব্যাপক সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।