জুমবাংলা ডেস্ক :পাঁচদিনের সরকারি সফরে আগামীকাল শনিবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্র সফরের সময় সেনাপ্রধান আজিজ আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট এবং আন্ডার সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব পিসকিপিং অপারেশনসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১০ জুলাই দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।