আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ব্রেইন স্ট্রোক করে মো. মামুনুর রশীদ ওরফে মামুন (৩৬) নামের নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে পেনসিলভেনিয়া শহরে এ ঘটনা ঘটে।
মামুন জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পদিপাড়া গ্রামের সফি উল্যাহর ছেলে।
যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মহসিন ওরফে লাল মিয়া জানান, পেনসিলভেনিয়া যাত্রী নিয়ে যান মামুন। সেখান থেকে যাত্রী নামিয়ে নিউইয়র্ক ফেরার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে বমি করে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান সেলিম বলেন, ৭ ভাই-বোনের মধ্যে মামুন সবার বড় ছিলেন। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান। বৈধ কাগজপত্র পাওয়ার পর দেশে এসে বিয়ে করার কথা ছিল তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।