আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে আজকের ভিডিও কনফারেন্স বৈঠকের রূপরেখা দিয়েছেন ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। মস্কোর সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় বেশ অগ্রগতির তথ্য দিয়েছেন তাঁরা। খবর বিবিসি’র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির কার্যালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তার বিশ্বাস, মস্কোর অবস্থান আগের তুলনায় এখন অনেক বেশি গঠনমূলক।
ওই কর্মকর্তা আরো বলেছেন, ‘আমাদের আলটিমেটাম, লাল সতর্কতা দেওয়ার পরিবর্তে কিংবা ইউক্রেনকে আত্মসমর্পণ করতে না বলে তারা (মস্কো) এখন গঠনমূলক আলোচনা শুরু করেছে বলে মনে হচ্ছে।
এক টুইট বার্তায় ইউক্রেনের পক্ষের মধ্যস্থতাকারী মিখাইলো পদোলিয়াক বলেছেন, চতুর্থ ধাপের এই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া রুশ সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা গুরুত্ব পাবে।
তিনি আরো বলেছেন, ‘মস্কো যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত না হবে, আমাদের পক্ষের আলোচকরা রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ব্যাপারে আলোচনা শুরু করতে অস্বীকার করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।