আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, শান্তির মন্ত্রণালয় গড়ে তুলতে হবে। পৃথিবীতে যুদ্ধের মন্ত্রণালয় থাকলে, শান্তির মন্ত্রণালয় কেন থাকবে না? এমন প্রশ্ন করেছেন সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ। এই ব্যবস্থার প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। এটি মানুষের কল্যাণের জন্য নয়। সেজন্যই সামাজিক ব্যবসার গুরুত্ব খুব অর্থবহ৷ সামাজিক ব্যবসার লক্ষ্য কেবল মুনাফা অর্জন নয়; বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করা, মানুষের কল্যাণ করা। দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য, পরিবেশ বিপর্যয় এসব সমস্যার সমাধান করা।
১৩ তম সামাজিক ব্যবসা সম্মেলনে প্রদত্ত বক্তব্যে তিনি আরো বলেন, উচ্চ শিক্ষা সম্পর্কে মানুষের ধারণা বদলাতে হবে। অন্যের পছন্দমতো চাকরি করার জন্য মানুষের সৃষ্টি হয় নি। শিক্ষার্থীরা যেনো নিজেদের পছন্দমতো কাজ বেছে নিতে পারে, তাদের মাঝে সেই উদ্ভাবনী ক্ষমতা সৃষ্টি করতে হবে।
উল্লেখ্য, ইউনূস সেন্টারের আয়োজনে, মালয়েশিয়ার স্বনামধন্য আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে ১৩তম সামাজিক ব্যবসা দিবস। এ বছর উক্ত দিবসের প্রতিপাদ্য বিষয় ‘ যুদ্ধ, শান্তি ও অর্থনীতি: মানবজাতির ভবিষ্যৎ’।
বৃহস্পতিবার (২৭ জুলাই) মালয়েশিয়ার অন্যতম দর্শনীয় স্থান ‘ঈগলের দ্বীপ’খ্যাত ‘লাংকাউই’তে সারা বিশ্ব থেকে আগত নানা শ্রেণি-পেশার শত শত মানুষ সশরীরে উপস্থিত থেকে সামাজিক ব্যবসা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ সম্মেলনে স্বাগত বক্তব্য রেখেছেন।
দুই দিনব্যাপী (২৭-২৮ জুলাই) এই সম্মেলনের মূল বক্তাদের মধ্যে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডা. মাহাথির বিন মোহাম্মদ, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ, নোবেল শান্তি পুরস্কার ১৯৯৬ জয়ী, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস অরতা, ব্রাজিলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মারিনা সিলভা, লেখিকা ও মানবাধিকার কর্মী মারিনা মাহাথির, ভারতের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ ও নারায়ণ হেলথ এর প্রতিষ্ঠাতা ডাঃ দেবী প্রসাদ শেঠি, আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রমুখ।
প্রসঙ্গত, সামাজিক ব্যবসা সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন মানবাধিকারকর্মী ও নারী নেত্রী শিরিন হক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী, প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুন, বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তোজা সহ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।