আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিয়াচেনে পুরানো বাঙ্কারে ৩৮ বছর বরফচাপা ছিল চন্দ্রশেখর হরবোলা নামের এক জওয়ানের দেহাবশেষ।
রোববার (১৪ আগস্ট) জওয়ানের মরদেহসহ বাঙ্কারটি খুঁজে পায় সৈনিকদল। এতো বছর চন্দ্রশেখর হরবোলার অপেক্ষায় ছিলেন তার স্ত্রী ও দুই সন্তান।
বরফের নিচে চাপা থাকা মরদেহতটি রানিক্ষেত চৌকিতে নিয়ে এলে নিশ্চিত হওয়া যায় ওই সেনার পরিচয়। পরে উত্তরাখণ্ডে পরিবারের কাছে মরদেহটি পৌঁছে দেয়া হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় এই সৈনিকের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
১৯৮৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত হচ্ছিল অপারেশন মেঘদূত। বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত রণক্ষেত্রে লড়াই করছিলেন ২০ ভারতীয় জওয়ান। তারা ছিলেন নাইনটিন কুমায়ুন রেজিমেন্টের সদস্য। কিন্তু ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে দলটি। সে সময়ই অভিযান চালিয়ে ১৫ সেনার মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু বাকি পাঁচজন থেকে যান নিখোঁজ। এবার চন্দ্রশেখরের মরদেহের সন্ধান মেলায় নিখোঁজের সংখ্যা কমলো একজন।
বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত ফ্লাইট কত মিনিটের জানলে অবাকই হবেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।